Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ১১৭তম কংগ্রেসে নতুনভাবে নির্বাচিতদের পাশাপাশি শপথগ্রহণ করলেন পুরানো সিনেটররা

যুক্তরাষ্ট্রের ১১৭তম কংগ্রেসে নতুনভাবে নির্বাচিতদের পাশাপাশি শপথগ্রহণ করলেন পুরানো সিনেটররা। রোববার এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সিনেটরদের মধ্যে ছিলেন- টেনেসির রিপাবলিকান নেতা বিল হ্যাগার্টি, কলোরাডোর ডেমোক্র্যাট জন হিকেনলুপার, নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট বেন রে লুজান, ওয়েমিং রিপাবলিকান সিনথিয়া লুমিস, কানসাস রিপাবলিকান রজার মারশাল, আলাবামা রিপাবলিকান টমি টুবেরভিলে এবং অ্যারিজোনার ডেমোক্র্যাট মার্ক কেলি।

শপথ অনুষ্ঠান শেষে, সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বলেন- নিকট ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কংগ্রেসের উচ্চকক্ষকে। বুধবার শুরু হবে নতুন সিনেটের কার্যক্রম। একইদিন, আবারও নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন ন্যান্সি পেলোসি।

Exit mobile version