Site icon Jamuna Television

জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর বিষয়ক রায় আজ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর বিষয়ক রায় আজ। যুক্তরাজ্যের আদালতে নেয়া হবে এ সিদ্ধান্ত। এই মুহূর্তে লন্ডনের একটি কারাগারে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জকে।

মার্কিন সরকারের বহু গোপন নথি ফাঁস করার দায়ে অভিযুক্ত এই অস্ট্রেলীয় নাগরিক। গত বছর ফেব্রুয়ারিতে তার বিচারকাজ শুরু করে যুক্তরাষ্ট্র। অক্টোবরে দেয়া হয় রায়। গুপ্তচরবৃত্তি ও তথ্য ফাঁসের ঘটনায় তাকে ১৭৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। ২০১৯ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার করা হয় তাকে। ২০১২ সাল থেকে সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি। এছাড়া সুইডেনে একটি ধর্ষণ মামলায়ও অভিযুক্ত তিনি।

অ্যাসাঞ্জের বিচার প্রক্রিয়াকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে দাবি মানবাধিকার কর্মীদের।

Exit mobile version