Site icon Jamuna Television

কোন দেশে কত রোহিঙ্গা?

মিয়ানমারে গত শুক্রবার থেকে শুরু হওয়া সর্বশেষ রোহিঙ্গা বিরোধী সরকারি অভিযানে হাজারো নারী-পুরুষ ও শিশু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। কয়েক হাজার মানুষ সীমান্তবর্তী বিভিন্ন এলাকার নদী তীর ও ঝোঁপঝাড়ে আশ্রয় নিয়েছে।

বিজিবি জানিয়েছে, বান্দরবানের মংডু সীমান্ত থেকে নাফ নদী দিয়ে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। কক্সবাজারের উখিয়ার পালংখালীর রহমত বিল থেকে শুরু করে টেকনাফের হোয়াইক্যং পর্যন্ত সীমান্তে কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান নিয়েছে। শনিবার সকাল থেকে মানবস্রোত বেড়েছে।

রাষ্ট্রীয়ভাবে জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গারা বিগত কয়েক দশক ধরে দেশ ছাড়ছেন। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৭০ সালের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখের মতো রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ২০১২ সালের পর দেশ ছেড়েছেন ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা আছেন বাংলাদেশে।

বিভিন্ন দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা একনজরে তুলে ধরা হল-

বাংলাদেশ- ৫ লাখ

পাকিস্তান- সাড়ে ৩ লাখ

সৌদি আরব ২ লাখ

মালয়েশিয়া- দেড় লাখ

ভারত- ১৪ হাজার

আরব আমিরাত- ১০ হাজার

থাইল্যাণ্ড- ৫ হাজার।

 

/কিউএস

Exit mobile version