Site icon Jamuna Television

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড মোকাবেলায় বিশ্বে ২০ তম স্থানে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড মোকাবেলায় সারা বিশ্বে ২০ তম স্থানে রয়েছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার দুপুরে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে জেএমআই গ্রুপের কেএন-95 মাস্ক লঞ্চিং অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে করোনা মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা ছিলনা, পরে তা আয়ত্ত্ব করে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল। তিনি বলেন, দেশের অর্থনীতিতে করোনার তেমন প্রভাব পড়েনি। সব শঙ্কা পেছনে ফেলে দেশ উন্নত বাংলা ও বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের চাহিদা মিটিয়ে দেশীয় কোম্পানিগুলো ওষুধ,চিকিৎসা সরঞ্জামাদি রপ্তানী করে অর্থ ও গৌরব অর্জন করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version