Site icon Jamuna Television

ভারতকে অগ্রিম ১২০ মিলিয়ন ডলার পরিশোধ আজ, ফেব্রুয়ারি নাগাদ টিকা পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

ভারত করোনার ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশ আশাবাদী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেক্সিমকোর তথ্য অনুযায়ী সেরামের সাথে ভ্যাকসিনের জন্য যে চুক্তি হয়েছে তার ব্যত্যয় হবে না।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, সমস্যাটা ভারতের পক্ষ থেকে সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম দেশ দু’দেশই আন্তর্জাতিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল।

জাহিদ মালেক জানান, করোনার ভ্যাকসিনের জন্য ভারতকে অগ্রিম ১২০ মিলিয়ন ডলার আজ পাঠানো হচ্ছে। তবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে টিকা পাওয়ার বিষয়ে এখনই নিশ্চিত নন স্বাস্থ্যমন্ত্রী। চুক্তিতে আছে ভারতের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর বাংলাদশকে দিবে। এর আগে তারা নিজেদের জন্য অনুমোদন দিয়েছে।

মন্ত্রী জানান, চীনের আরেকটি প্রতিষ্ঠান টিকার বিষয়ে বাংলাদেশের সাথে নতুন ভাবে যোগাযোগ করছে।

Exit mobile version