Site icon Jamuna Television

ভারত ভ্যাকসিনের বাণিজ্যিক বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, আমাদের হতাশার কিছু নেই: স্বাস্থ্য সচিব

ভারতে শুধু বাণিজ্যিকভাবে ভ্যাকসিন বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আজ সোমবার এমন তথ্য জানান স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান।

তিনি বলেন, ভ্যাকসিনের ব্যপারে আমাদের চুক্তি হয়েছে সরকার টু সরকার। তাই আমাদের উপর এই নিষেধাজ্ঞার প্রভাব পরবে না।

তিন আরও জানান, ভারত সরকারের অনুমোদনের পর সেরামের উৎপাদিত টিকা ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। এক্ষেত্রে আরও তিন সপ্তাহ লাগবে। তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা টিকা পাবো আশা করি। এখন ফেব্রুয়ারি আসতে তিন সপ্তাহ বাকি আছে।

স্বাস্থ্য সচিব জানান, ভারতের ডেপুটি হাইকমিশনারের সাথে কথা হয়েছে, সে অনুযায়ী ভ্যাকসিনের টাকা আজই পাঠানো হচ্ছে। এ নিয়ে কোন সংকট নেই।

Exit mobile version