Site icon Jamuna Television

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আবেদন নাকচ করলো লন্ডনের আদালত

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আবেদন নাকচ করে দিয়েছে লন্ডনের আদালত। বিষয়টি করা হলে সেটি ‘নিপীড়নমূলক’ হবে বলে উল্লেখ করেন যুক্তরাজ্যের ডিস্ট্রিক্ট জাজ ভেনেসা ব্যারাইটসার। এই মুহূর্তে লন্ডনের একটি কারাগারে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জকে।

রায়ে বিচারক আরও বলেন, অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। যুক্তরাষ্ট্রের আদালতের অতি রক্ষণশীল পরিবেশে তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন।

মার্কিন সরকারের বহু গোপন নথি ফাঁস করার দায়ে অভিযুক্ত এই অস্ট্রেলীয় নাগরিক। গত বছর ফেব্রুয়ারিতে তার বিচারকাজ শুরু করে যুক্তরাষ্ট্র। অক্টোবরে দেয়া হয় রায়। গুপ্তচরবৃত্তি ও তথ্য ফাঁসের ঘটনায় তাকে ১৭৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। ২০১৯ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার করা হয় তাকে। ২০১২ সাল থেকে সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি। এছাড়া সুইডেনে একটি ধর্ষণ মামলায়ও অভিযুক্ত তিনি।

অ্যাসাঞ্জের বিচার প্রক্রিয়াকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে দাবি মানবাধিকার কর্মীদের।

Exit mobile version