Site icon Jamuna Television

সুনামগঞ্জে পৃথক তিনটি ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ধর্ষণ পৃথক ৩টি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যানের বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান করেন।

তিনটি ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা করেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলায় জগদল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল বাতির (২৮), ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের মৃত কানু বিশ্বাসের ছেলে কাঞ্চন বিশ্বাস (৩৫) এবং জগন্নাথপুর উপজেলায় শ্রীধরপাশা গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে সুমন মিয়াকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

অন্যদিকে আদালতের রায়ে দেওয়া জরিমানার টাকাগুলো ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার নির্দেশনা প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি নান্টু রায় জানান, তিনটি ধর্ষণ মামলার রায়ে আমরা বাদি পক্ষ খুশি। একসঙ্গে এতগুলো রায় দেয়ায় আমরা বিচারকের প্রতি কৃতজ্ঞ।

Exit mobile version