Site icon Jamuna Television

করোনায় মানুষের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগ দৃষ্টান্ত স্থাপন করেছে

মহামারি করোনা চলাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কাজকে ছোট করে দেখবে না। ছাত্রলীগের নেতাকর্মীদের মাটির দিকে তাকিয়ে চলার নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশী রক্ত দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষা শান্তি প্রগতি এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে পথ চলার পরামর্শ দেন আওয়ামী লীগ সভানেত্রী।

সভায় ছাত্রলীগের গৌরবময় ইতিহাস ও বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষিত জাতি গড়াই ছিলো জাতির পিতার লক্ষ্য। এখনও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Exit mobile version