Site icon Jamuna Television

ছয় মাসে ১০ হাজার কোটি কালো টাকা সাদা করেছেন ৭ হাজার ৬৫০ জন

ছয় মাসে ১০ হাজার কোটি কালো টাকা সাদা করেছেন ৭ হাজার ৬৫০ জন। ২০২০-২০২১ অর্থবছরের সরকার রাজস্ব পেয়েছে ৯৬২ কোটি টাকা।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এবার ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে এনবিআর।

সর্বশেষ হিসাব অনুযায়ী, শেয়ারবাজারে ২০৫ জন কালো টাকা সাদা করেছেন। এনবিআর এর মাধ্যমে আয়কর পেয়েছে প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা।

একইসাথে তারা আবাসনসহ অন্যান্য খাতে আরও ৭ হাজার ৪৪৫ জন কালো টাকা বিনিয়োগ করেছেন। এদের কাছ থেকে এনবিআর আয়কর পেয়েছে ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা।

Exit mobile version