Site icon Jamuna Television

দেশের ‘১০ উপজেলায়’ সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধন মাদারীপুরে

স্টাফ রিপোর্টার:

“৫৬ হাজার বর্গ মাইলের শিল্প সংস্কৃতির আলো” পৌঁছে দেয়ার প্রেরণায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের “১০ উপজেলায়” শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মাসব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্ব করেন।

ভার্চুয়ালি অনুষ্ঠানে উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানটি সরাসরি সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে প্রচারিত হয়।

পরে বিকেলে শিবচর উপজেলা চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে শিবচর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে।

Exit mobile version