Site icon Jamuna Television

নাবিকসহ দক্ষিণ কোরিয়ার জাহাজ আটকে দিলো ইরান

পারস্য উপসাগরে সৌদি থেকে ছেড়ে আসা দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ নাবিকসহ আটক করেছে ইরান।

সমুদ্র পরিবেশ বিষয়ক আইন ভঙ্গ করার কারণে জাহাজটি আটক করা হয়েছে বলে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে। খবর তেহরান টাইমস ও ইরনার।

হরমুজগান প্রদেশের বন্দর ও সমুদ্র বিভাগের অনুরোধে এবং প্রাদেশিক প্রসিকিউটরের নির্দেশে জাহাজটি আটক করা হয় বলে সোমবার এক বিবৃতিতে আইআরজিসি’র নৌ শাখা জানিয়েছে।
এতে বলা হয়, সৌদি আরবের জুবাইল বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ ছেড়ে আসে। জাহাজটি থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করছিল।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের ক্রু ছিলেন এবং তাদের সবাইকে আটক করা হয়েছে। বর্তমানে সেটি ইরানের বন্দর আব্বাসে আটক রয়েছে। বিষয়টি আরও তদন্তের জন্য ইরানের বিচার বিভাগের হাতে ন্যস্ত করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version