Site icon Jamuna Television

পুঠিয়ায় স্ত্রী-সন্তানকে খুন করে পালানো ফিরোজ ঢাকায় গ্রেফতার

ঘাতক ফিরোজ মণ্ডল ও স্ত্রী পলি খাতুন।

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে স্ত্রী পলি খাতুন ও ৫ মাসের শিশুকন্যা ফারিহাকে বালিশচাপা দিয়ে হত্যা করে ফিরোজ মণ্ডল নামের এক ব্যক্তি। হত্যার পর পালিয়ে যাওয়া ফিরোজকে ঢাকার গাবতলী থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে স্ত্রী ও কন্যাকে বালিশচাপা দিয়ে হত্যা করে ফিরোজ মণ্ডল। এরপর সে পালিয়ে রাত ১২টায় ন্যাশনাল পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় রওনা হয়।

এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে তারা বাসটি শনাক্ত করে দারুস সালাম থানাকে অবগত করে। মঙ্গলবার ভোরে বাসটি ঢাকার গাবতলীতে পৌঁছালে পুলিশ তাকে আটক করে দারুস সালাম থানা হেফাজতে রাখে।

পুঠিয়া থানা পুলিশ ফিরোজকে নিয়ে আনার জন্য একটি দল পাঠিয়েছে। নিহত মা ও সন্তানের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Exit mobile version