Site icon Jamuna Television

দক্ষিণখানে আছাড় মেরে শিশুকে হত্যার অভিযোগ পিতার বিরুদ্ধে

প্রতীকী ছবি।

রাজধানীর দক্ষিণখানে পিতার হাতে নয় মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পিতা রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।

সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শিশুটিকে আছাড় মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণখানের মধ্যআজমপুরের মন্সিমার্কেট এলাকায় সোমবার দুপুরে ফুফুর বাসায় বেড়াতে আসে রফিকুল ইসলাম দম্পতি। খাওয়া-দাওয়ার পর বিশ্রাম করতে গেলে ঝগড়া শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে।

তাদের চেঁচামেচিতে এক পর্যায়ে পাশে শুয়ে থাকা শিশু রাব্বি চিৎকার শুরু করলে উপুড় করে সজোরে মাটিতে ফেলে দেয় বাবা রফিকুল ইসলাম। এসময় মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় শিশুটি।

প্রতিবেশীরা জানান, ঘটনার সময় বাসায় দুইজন ছাড়া আশপাশে আর কেউ ছিলো না। ঘটনা শুনে ওই বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

Exit mobile version