Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে মৃত কিশোরীর ফিরে আসা, হুমকি দিয়ে জবানবন্দি নিয়েছে পুলিশ

নারায়ণগঞ্জে মৃত উল্লেখ করা কিশোরী দিশামনির ফিরে আসার ঘটনায় তিন আসামিকে হুমকি দিয়ে জবানবন্দি নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার আদালতে এমন প্রতিবেদন জমা দিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

গত ৪ জুলাই বাড়ি থেকে হঠাৎ লাপাত্তা হয় নারায়ণগঞ্জ শহরের পাক্কা রোডের বাসিন্দা প্রতিবন্ধী কিশোরী দিশামনি। প্রায় মাস খানেক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে বাবা-মা মামলা করেন থানায়। সে মামলায় পুলিশ গ্রেফতার করে আবদুল্লাহ, রকিব ও খলিল নামে তিন জনকে। পুলিশের ভাষ্য, শীতলক্ষ্যা নদীতে বেড়াতে নিয়ে তারা ধর্ষণ করে কিশোরীকে। পরে হত্যার করে মরদেহ ফেলে দেয় নদীতে। ১৬৪ ধারায় এমন জবানবন্দীর পর তাদের পাঠানো হয় জেলহাজতে।

কিন্তু সম্প্রতি কিশোরীর মায়ের মোবাইলে একজন ফোন দিয়ে নিজেকে তার কন্যা পরিচয় দেয়। পরে সেই ফোন কলের সূত্র ধরে জানা যায়, ধর্ষণ-হত্যা সব খবর কেবলই গল্প। পাওয়া যায় ওই কিশোরী ও তার প্রেমিককে।

পরিবারের লোকজন বলছেন, মেয়ে ফিরে আসায় এখন তারা মামলা তুলে নেবেন।

Exit mobile version