Site icon Jamuna Television

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতির জন্য কালো দিন: রিজভী

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতির জন্য কালো দিন। ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যার রচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ভোটাধিকার হরণে আওয়ামী লীগের ইতিহাসে নতুন নয়। যে কোন উপায়ে ক্ষমতায় থাকার প্রস্তুতি নিয়েছে তারা। ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত দৃশ্যমান হয়। জনগণের ক্ষমতাকে ভূলুণ্ঠিত করে সেদিন সরকার গঠন করেছিল আওয়ামী লীগ।

তিনি আরও বলেনম আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি বলেই গণতন্ত্রের প্রতি কোনও সম্মান নেই তাদের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে কোনও গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ মিলে দেশের জনগণকে পরাজিত করেছে।

Exit mobile version