Site icon Jamuna Television

রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু পল্লীতে হামলার মামলায় ৪৪ জন কারাগারে

স্টাফ রিপোর্টার:

রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়ার হিন্দু পল্লীতে আগুন দেয়ার ঘটনার মামলায় ৪৪ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-কাউনিয়ার বিচারক সোয়েবুর রহমানের আদালতে ওই ৪৪ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৭ সালের ৫ নভেম্বর ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন রায়ের পুত্র টিটু রায় ফেসবুকে মহানবী (স) কে নিয়ে অবমাননাকর পোস্ট দেন। ৬ নভেম্বর টিটু রায়ের বিরুদ্ধে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। এ ঘটনার জের ধরে ওই বছরের ১০ নভেম্বর ঠাকুরপাড়া গ্রামে মুসল্লিদের প্রতিবাদ বিক্ষোভ হয়। এসময় হিন্দু পল্লীর বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। মামলায় ২১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটভুক্তদের মধ্যে ৪৪ জন রোববার আদালতে আত্মসমর্পণ করলেন। এর আগে গতবছর ২২ নভেম্বর ২০ জন আত্মসমর্পণ করেছিলেন।

Exit mobile version