Site icon Jamuna Television

ভারত থেকে টিকা রফতানিতে বাধা নেই

ভারত থেকে টিকা রফতানি নিয়ে কোনো জটিলতা নেই। টিকা রফতানি নিয়ে চলমান বিভ্রান্তি দূর করে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারত থেকে সব দেশেই টিকা রফতানির অনুমোদন আছে। এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দু’দিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানালেন সেরাম ইন্সটিটিউটের প্রধান।

টুইটে তিনি বলেন, যে কোনো দেশে টিকা রফতানির অনুমোদন রয়েছে। সেরামপ্রধানের বক্তব্যে ভারত থেকে বাংলাদেশে করোনার টিকা আমদানি নিয়ে বিভ্রান্তি দূর হলো।

দুদিন আগে বেশ কয়েক আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম কয়েক মাস বিদেশে রফতানি করবে না ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেয় ভারতের সরকার। টিকা রফতানি নিয়ে এরই মধ্যে সেরাম ইন্সটিটিউট বাংলাদেশ, সৌদি আরব ও মরক্কোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করে। চুক্তি অনুযায়ী সেরাম ইন্সটিটিউট ছয় মাসের মধ্যে তিন কোটি টিকা দেয়ার কথা বাংলাদেশকে। প্রতি মাসে ৫০ লাখ টিকা আসবে।

ইউএইচ/

Exit mobile version