Site icon Jamuna Television

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বান কাদেরের

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও গবেষণা কাজে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি জানান, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এ সময় তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে চাকরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

ইউএইচ/

Exit mobile version