Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই ড্রোনের মহড়া চালালো ইরান

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই চালকবিহীন বিমান ড্রোনের মহড়া চালালো ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, সেমান প্রদেশের ঘাটিতে মঙ্গলবার এ মহড়া হয়।

এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েকশ’ ড্রোন ওড়ানো হয়। এসব ড্রোন সামরিক হামলা ও নজরদারি চালাতে সক্ষম বলে দাবি তেহরানের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের আগমুহূর্তে উত্তেজনা চলছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে। দুই দেশই পারস্য উপসাগরে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে।

এদিকে, সোমবার হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করে ইরান। ২০ ক্রুসহ জাহাজটি বন্দর আব্বাসে নেয়া হয়েছে। সিউলে ইরানের তহবিল জব্দ করার প্রতিক্রিয়ায় তেহরানের এ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version