Site icon Jamuna Television

মাগুরায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম

মাগুরায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় জোড়া মাথাসহ এক নবজাতক কন্যা সন্তানের জন্ম হয়েছে। মঙ্গলবার বেসরকারি একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একই শরীরে দুইটি মাথাসহ এই নবজাতক কন্যা শিশুর জন্ম হয়। শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, স্ত্রী সোনালির (২৩) প্রসব বেদনা হওয়াই তাকে মাগুরা ভায়না এলাকার একটি ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে আনা হয়। সেখানে মঙ্গলবার দুপুর দুইটায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা জোড়া অবস্থায় এই নবজাতক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরে শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কর্মরত চিকিৎসক ডা. জয়ন্ত কুমার কুন্ডু উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে শিশুটির বাবা পলাশ হোসেন বলেন, আর্থিক সামর্থ্য না থাকায় তিনি সদ্য জন্ম নেওয়া তার দুই মাথাওয়ালা শিশুটিকে ঢাকায় নিতে পারছেন না।

এদিকে, দুই মাথাসহ জন্মা নেয়া নবজাতক প্রসবের খবরে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করেন উৎসুক সাধারণ মানুষ।

Exit mobile version