Site icon Jamuna Television

ধর্ষণ প্রমাণে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করলো লাহোর হাইকোর্ট

পাকিস্তানের পাঞ্জাবে ধর্ষণের শিকার নারীদের তথাকথিত কুমারিত্ব পরীক্ষার বিতর্কিত চর্চা নিষিদ্ধ করলো লাহোর আদালত। এর ফলে অঞ্চলটিতে আর ‘টু ফিঙ্গার টেস্ট’-এর মধ্য দিয়ে যেতে হবে না কোনো নারীকে।

পাঞ্জাবে অধিকার কর্মীদের দু’টো পৃথক আবেদনের প্রেক্ষিতে আসে এ রায়। গোটা প্রক্রিয়াটিকে নারীদের মর্যাদা হানিকর এবং ফরেনসিক অনুসন্ধানেও অপ্রয়োজনীয় আখ্যা দেন বিচারক আয়েশা মালিক।

সিন্ধুসহ আরও বেশ ক’টি রাজ্যে একই ধরনের আবেদনের প্রেক্ষিতে রায় অপেক্ষমাণ। এ পরিস্থিতিতে পাঞ্জাবের এ রায়কে উদাহরণ সৃষ্টিকারী আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকার কর্মীরা।

ইউএইচ/

Exit mobile version