Site icon Jamuna Television

রাজধানীতে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুরে একটি হোটেল থেকে মেহনাজ জেরিন নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী পুলিশের সিটি এসবিতে কনস্টেবল পদে কর্মরত। নিহতের ভাই বাদি হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে গতকাল মতিঝিল থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, গতকাল দুপুরে ফ্যানের সাথে গায়ের চাঁদর দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় মতিঝিল থানা পুলিশ।

১ জানুয়ারিতে বিয়ের পরদিন স্বামী-স্ত্রী পরিচয়ে এ হোটেলে ওঠেছিল রুবেল ও জেরিন। এরপর স্বামী অসুস্থতার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। এ সময় স্ত্রী একাই হোটেলে ছিলেন।

ইউএইচ/

Exit mobile version