Site icon Jamuna Television

রাজধানীতে শীতের তীব্রতা কমলেও মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে

রাজধানীতে শীতের তীব্রতা কমলেও মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়।

পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ সেলসিয়াস। কনকনে ঠাণ্ডার সাথে আছে হিমেল হাওয়া। এতে বিপর্যস্ত জনজীবন।

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে তারা।

এদিকে, হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

ইউএইচ/

Exit mobile version