Site icon Jamuna Television

এবার হেরেই গেলো লিভারপুল

টানা দুই ম্যাচে হোঁচট খেয়ে বিদায়ি বছরের শেষটা হয়েছিল হতাশার। নতুন বছরের শুরুটা হলো আরও বাজেভাবে। এবার হেরেই গেলো লিভারপুল।

সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে হঠাৎ পথ হারানো অলরেডরা। ২০১৮ সালের মে মাসের পর এই প্রথম লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য ইয়ুর্গেন ক্লপের দল। তারপরও ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল।

এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ। ১৭ জানুয়ারি অ্যানফিল্ডে পরের লিগ ম্যাচে ম্যানইউর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইউএইচ/

Exit mobile version