Site icon Jamuna Television

ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলের কাছে ইরানের চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইরান। সমরবিদ কাশেম সোলাইমানি হত্যার ঘটনায় দ্বিতীয়বারের মতো এ পদক্ষেপ নিলো দেশটি।

মঙ্গলবার ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল নিশ্চিত করেন এ তথ্য। তিনি বলেন, ওয়াশিংটনের মোট ৪৮ শীর্ষ সরকারি কর্মকর্তাকে গ্রেফতারে ইন্টারপোলকে আহ্বান জানিয়েছে তেহরান। বাগদাদে মার্কিন বিমান হামলায় সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকীতে এ অনুরোধ করা হয়।

এ ঘটনায় ট্রাম্পকে মূল অপরাধী হিসেবেও আখ্যা দিয়েছে তেহরান। তবে রাজনৈতিক বা সামরিক উদ্দেশে এ ধরনের অনুরোধ পেলে তা বিবেচনায় নেয়া হয় না বলে জানিয়েছে ফ্রান্সভিত্তিক ইন্টারপোল।

ইউএইচ/

Exit mobile version