Site icon Jamuna Television

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যে উৎপাদনের অনুমতি পেলো গ্লোব বায়োটেকের টিকা

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি পেলো গ্লোব বায়োটেকের টিকা

এ মাসের মাঝামাঝিই করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চায় গ্লোব বায়োটেক। এরই মধ্যে ক্লিনিকাল ট্রায়ালের জন্য করোনা ভ্যাকসিন উৎপাদন করতে ঔষধ প্রশাসনের অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গ্লোব বায়োটেক।

ভ্যাকসিন উৎপাদনের পরে ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নীতিগত অনুমোদন ও ঔষধ প্রশাসনের অনুমতি নিয়েই এই কার্যক্রম চালানো হবে।

আগামী দুই এক সপ্তাহের মধ্যেই সেই অনুমোদন মিলতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন ম্যানেজার মো. মহিউদ্দিন। জানান, তিন ধাপে হবে ক্লিনিকাল ট্রায়াল। যার জন্য সময় লাগতে পারে ৫ মাসের মতো। সেটি সম্পন্ন করা গেলে আগামী জুনের মধ্যেই বাজারে আসবে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন।

Exit mobile version