Site icon Jamuna Television

১৭৮ জন বিএনপি’র নেতাকর্মীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

১৭৮ জন বিএনপি'র নেতাকর্মীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক ১৩ মামলায় বিএনপি’র ১৭৮ জন নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচাপতি হাবিবুল গনি ও রিয়াজ উদ্দীন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। তাদের জামিন ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত ১২ নভেম্বর দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলার আসামি করা হয়, বিএনপির কয়েকশ নেতাকর্মী।

গত ১৬ নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এর ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে।

Exit mobile version