Site icon Jamuna Television

ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

ফেডারেশন কাপ ফুটবলে দাপট দেখিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বিকেলে, চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে সাইফ।

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাইফ স্পোর্টিং ক্লাব। ৯ মিনিটেই এমানুয়েলের স্কোরে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে চট্টগ্রাম আবাহনী।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৭১ মিনিটে ইকেচুকু কেনেথের স্কোরে ব্যবধান দ্বিগুণ করে সাইফ। ম্যাচে শেষ মূহুর্তে আরাফাত প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে ৩-০ গোলে জিতিয়েই মাঠ ছাড়েন। আর বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ২০১৭ সালে ফেডারেশন কাপের ফাইনালে খেলা চট্টগ্রাম আবাহনীর।

ফাইনালে সাইফের প্রতিপক্ষ কে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাওয়া দেশের ফুটবলের দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড ম্যাচের রেজাল্টের উপর।

Exit mobile version