Site icon Jamuna Television

ব্যাট বলের লড়াইয়ে সকালেই মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া

৪ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট কাল ভারতকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা। প্রথম টেস্টে অজিদের কাছে ৮ উইকেটের বাজে হারের সাথে সর্বনিন্ম স্কোররের সাক্ষী হয় ভারত।

পরের টেস্টে অবশ্য ভিরাট কোহলিকে ছাড়াই অধিনায়ক আজিঙ্কা রাহানের কৃতিত্বে ৮ উইকেটের জয় পায় ভারত। সেই সাথে সিরিজে ১-১’এ সমতায় ফেরে সফরকারীরা। তবে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার না ইনজুরি।

ইনজুরি কাটিয়ে ফিরছে ডেভিড ওয়ার্নার। প্রস্তুত ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মা। নবদ্বীপ শাইনিকে দেখা যেতে পারে এই টেস্টে। এসসিজির উইকেটে ঘাসের আধিক্য থাকলেও এই উইকেটে সাফল্য আছে কুলদিপ-লায়নদের।

Exit mobile version