Site icon Jamuna Television

সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয় থানার ওসি বদলি

সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) ছয়টি থানার ওসি একসাথে অন্যত্র বদলি করা হয়েছে। সেই সাথে এসব থানায় নতুন ওসি হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় এস এম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মো. মনিরুল ইসলাম, শাহপরানে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে মো. নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির এবং মোগলাবাজার থানায় মো. শামসুদ্দোহা পিপিএম ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করবেন।

Exit mobile version