Site icon Jamuna Television

ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টার কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১২৩ ঘণ্টার কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন। তবে কারফিউর পরেও যথাসময়ে শুরু হয়েছে যৌথ অধিবেশন।

বুধবার ট্রাম্প সমর্থকদের মার্কিন কংগ্রেসে হামলার জেরে এ কারফিউ জারি করে রাজ্যটির প্রশাসন। মার্কিন কংগ্রেসে ওই হামলায় গুলিবিদ্ধ ১ নারীর মৃত্যু হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণায় পার্লামেন্টের উভয় কক্ষ- সিনেট ও হাউজের যৌথ অধিবেশনে ভোট হয়। কিন্তু বিতর্ক শুরুর ঠিক আগেই পূর্বঘোষিত সমাবেশে কখনোই নির্বাচনে পরাজয় স্বীকার করবেন না বলে ঘোষণা দেন ট্রাম্প।

Exit mobile version