Site icon Jamuna Television

মেসির ম্যাজিকে বার্সার জয়

স্প্যানিশ ফুটবল লিগে অ্যাথলেতিকো বিলবাওয়ের সাথে ২-৩ গোলের কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই ৩ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে লিড পায় বিলবাও।

তবে ম্যাচের ১৪ মিনিটে মেসি ও ডি ইংয়ের আক্রমন থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান মিডফিল্ডার পেদ্রি।

৩৮ মিনিটে বছরের প্রথম গোল করে দলকে লিড এনে দেন মেসি। আরো একটি গোল এসেছিলো মেসির পা থেকে তবে সেটি অফসাইডে বাতিল ঘোষনা করে রেফারি।

৬২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন পেদ্রি। ৯০ মিনিটে এক গোল শোধ দেন বিলবাওয়ের ইকার মুনিয়েন। তবে শেষ পর্যন্ত আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। তাই ৩-২ গোলের সুখের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।

Exit mobile version