Site icon Jamuna Television

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি

ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

বুধবার ভারতীয় বোর্ড সভাপতিকে হাসপাতাল থেকে রিলিজ দেবার কথা থাকলেও নিজেই আরও একটি দিন বেশি হাসপাতালে থেকেছিলেন সৌরভ। বৃহস্পতিবার হাসপাতাল থেকে পুলিশের এসকর্ট ভ্যান নিয়ে নিজ গাড়িতে করে বাড়ি ফেরেন এই লিজেন্ড ক্রিকেটার। এরআগে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন সৌরভ।

মঙ্গলবার সৌরভের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। ৫ দিন পর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে তাকে। সপ্তাহ তিনেকের মধ্যে চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে আবারও হাসপাতালে আসতে হবে সৌরভকে।

Exit mobile version