Site icon Jamuna Television

ট্রাম্প সমর্থকদের হামলার দিনই সিনেটের নিয়ন্ত্রণ হারালো রিপাবলিকানরা

কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের দিনই মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ- সিনেটেরও নিয়ন্ত্রণ হারালো রিপাবলিকানরা। জর্জিয়ার দু’টি সিনেটর পদেই নিশ্চিত হয়েছে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়।

যথাক্রমে ৭৩ হাজার এবং ৩৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাফায়েল ওয়ারনক এবং জন অসোফ। এরমধ্যে জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হিসেবে ওয়ারনকের জয় ভোটের দিনই নিশ্চিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বুধবার জয় নিশ্চিত হয় ৩৩ বছর বয়সী অসোফের। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের মাধ্যমে পুরো কংগ্রেসেরই নিয়ন্ত্রণ পেলো নবনির্বাচিত বাইডেন প্রশাসন।

২০০৯ সালের পর এই প্রথম নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, সিনেট এবং হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ যাচ্ছে ডেমোক্র্যাটদের হাতে। জর্জিয়ার হার ট্রাম্প শিবিরের জন্য বড় ধাক্কা হলেও, পরাজয়ের জন্য প্রেসিডেন্টকেই দায়ী করছেন রিপাবলিকানরা।

Exit mobile version