Site icon Jamuna Television

হেফাজতের যেকোন কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করা হবে: বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ

ভবিষ্যতে হেফাজতে ইসলামের যেকোনো কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই ঘোষণা দেয়।

মানববন্ধনে তারা আরও বলেন, সারাদেশে অনেক ভাস্কর্য থাকলেও শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের একটি অংশ অপরাজনীতি করছে।

মানববন্ধনে সংগঠনটির নেতারা অভিযোগ তোলেন, ষড়যন্ত্র করেই হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমদ শফীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, আহমদ শফিকে হত্যা করে জামাত-বিএনপির নেতাকর্মীদের দিয়ে একটি পকেট কমিটি করা হয়েছে। হেফাজতে ইসলামের বর্তমান কমিটি সম্পূর্ণ অবৈধ বলেও মন্তব্য করেন তারা।

Exit mobile version