Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেই কোয়ারেন্টাইনে গেলেন টাইগারদের ব্যাটিং কোচ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। বৃহস্পতিবার, সকাল ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লুইসকে বহনকারী ফ্লাইট। এরপরই ১৪ দিনের কোয়ারেন্টিনে চলে যেতে হয়েছে টাইগারদের ব্যাটিং গুরুকে।

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ ও নিউজিল্যান্ডের সাথে অ্যাওয়ে সিরিজে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন এই ইংলিশ ম্যান। কোচ কোয়ারেন্টিনে থাকায় হোম সিরিজের শুরুর দিকে তাকে পাবে না তামিম, সাকিবরা। তবে সরকারের কাছে বিসিবি আবেদন করেছে যেন ১৪ দিন কোয়ারেন্টাইনে না থাকতে হয় এই ফরেন কোচকে। তবে আবেদনের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায়নি।

৫০ বছর বয়সী লুইস ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডারহামের প্রধান কোচের পদ সামলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৯২ গড়ে করেছেন ১০ হাজার ৮২১ রান। লিস্ট এ ক্রিকেটে ২১৫ ইনিংসে ২৭.৯৩ গড়ে করেছেন ৪৭৪৭ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১ টি শতক আছে তার। ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

Exit mobile version