Site icon Jamuna Television

মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগিদের অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর উত্তরা থেকে এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

চক্রটি চাকরি ভিসায় বিদেশে প্রেরণের নামে দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছিল। গত ১ জানুয়ারি ভুক্তভোগিরা মামলা করলে আসামিদের গ্রেফতারে অভিযান চালায় সিআইডি। আটককৃতরা হলেন, বি-বাড়িয়ার হাবিবুর রশীদ, মামুন, ঢাকা উত্তরা পূর্ব থানার জামাল, লক্ষ্মীপুরের নাহিদুল ইসলাম।

পুলিশ জানায়, এই চক্রটি ইউরোপ ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে প্রেরণের কথা বলে লোক সংগ্রহ করতো। এরপর ভিজিট ভিসায় ভারতে নিয়ে আটকে রেখে নির্যাতন করে স্বজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতো চক্রটি। এই সংঘবদ্ধ চক্রে ভারত, শ্রীলংকা ও মালদ্বীপের দালালদের সংশ্লিষ্ট আছে বলেও জানায় সিআইডি।

Exit mobile version