Site icon Jamuna Television

সরকারের বর্তমান মেয়াদের ২ বছর পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে  ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে এই ভাষণ।

ভাষণটি বিটিভি, বাংলাদেশ বেতার ছাড়াও বেসরকারি টেলিভিশন, রেডিও, অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ।

২০১৯ সালের ৭ জানুয়ারি শপথ নেয় বর্তমান সরকারের মন্ত্রিসভা। এ নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার এক যুগ পূর্ণ করলো।

Exit mobile version