Site icon Jamuna Television

চীনে প্রবেশের অনুমতি পেলেন না আন্তর্জাতিক গবেষক দল

করোনাভাইরাসের উৎসের সন্ধানে চীনের উহানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি পেলেন না আন্তর্জাতিক গবেষক দল। এ মাসেই শহরটিতে ১০ জন গবেষককে পাঠানোর কথা ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

ডব্লিউএইচও জানিয়েছে, এরই মধ্যে দু’জন কর্মকর্তা রওনা দিলেও ভিসা জটিলতায় চীনে প্রবেশ আটকে যায় তাদের। এ ঘটনায় সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম হতাশা জানিয়ে বলেন, যাত্রা শুরু করেও বেইজিংয়ের কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয় দুই কর্মকর্তাকে।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে গবেষকদের প্রবেশ করতে না দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে চীনের দাবি, দু’পক্ষের ভুল বোঝাবুঝি থেকে সংকটের সূত্রপাত। দ্রুততম সময়ে সমাধানে আলোচনার কথাও জানিয়েছে বেইজিং।

ধারণা করা হয়, উহানের মাছবাজার থেকেই নোভেল করোনাভাইরাসের উৎপত্তি। যা পরে বৈশ্বিক মহামারিতে রূপ নেয়। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীন অনুসন্ধানের প্রস্তাবে শুরু থেকেই অনীহা ছিলো চীনের।

Exit mobile version