Site icon Jamuna Television

নিজস্ব নীতিমালা অনুযায়ী এসএমই ঋণ ও স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ করতে পারবে ব্যাংকগুলো

এখন থেকে ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ভোক্তা এবং উৎপাদন খাতের এসএমই ঋণ ও স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের জারি করা ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং অনুসরণ করার প্রয়োজন হবে না।

বুধবার, বাংলাদেশ ব্যাংক, এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। ভোক্তা ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দেওয়ার ক্ষেত্রে ৫০ লাখ টাকা এবং উৎপাদনশীল খাতে, সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ দিতে, নিজস্ব নিয়ম অনুসরণ করবে ব্যাংক। এই সুবিধার আওতায়, ঋণ দেওয়া যাবে আর্থিক প্রতিষ্ঠান, বীমা সংস্থা, মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকারেজ হাউজ।

এর আগে, ২০১৯ সালের জানুয়ারি মাসে, ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছিলো। খেলাপি ঋণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছার প্রেক্ষাপটে এই উদ্যোগ নিয়েছিলো, বাংলাদেশ ব্যাংক। করোনাকালে অর্থনীতিতে গতি আনতে, কিছুটা শিথিল করা হলো।

Exit mobile version