Site icon Jamuna Television

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিমান বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলট

ভারতের রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতে রাজস্থানের সুরাটগরে বিমানটি বিধ্বস্ত হয়।

তবে এ ঘটনায় বিমানটির চালক সফলভাবে ককপিট থেকে বেরিয়ে আসেন। খবর হিন্দুস্তান টাইমস’র।

ভারতীয় বিমান বাহিনীর সূত্র জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন সময়ে গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার আনুমানিক রাত সোয়া ৮টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনার মূল কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Exit mobile version