Site icon Jamuna Television

আইসোলেশনে আছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান

আইসোলেশনে আছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কোভিড পজিটিভ হওয়া একজনের সংস্পর্শে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন তথ্য স্প্যানিশ গণমাধ্যমে।

বৃহস্পতিবার দলীয় অনুশীলনেও ছিলেন না জিদান। শঙ্কায় পড়েছে শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচে তার ডাগআউটে থাকা নিয়ে। বৃহস্পতিবার সকালে কোভিড পজিটিভ আসা একজনের সংস্পর্শে আসেন এই ফ্রেঞ্চ কিংবদন্তী। এরপর নিজেকে আইসোলেশনে নেন তিনি।

এরইমধ্যে কোভিড টেস্ট করিয়েছেন তিনি। অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ আসলেও পিসিআর টেস্টের রেজাল্টের অপেক্ষায় রিয়াল কোচ। নিয়ম অনুযায়ী তিন দিন আইসোলেশনে থাকার পর কোভিড নেগেটিভ রেজাল্ট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

Exit mobile version