Site icon Jamuna Television

বিচারের মুখোমুখি কারিম বেনজেমা

সেক্স টেপ’ কেলেঙ্কারি মামলায় অবশেষে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ফ্রান্স জাতীয় দলের সাবেক ফুটবলার কারিম বেনজেমাকে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের ভার্সেই প্রসিকিউটর। তবে বিচারের তারিখ এখনও নির্ধারণ হয়নি। এরআগে জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে নিয়ে একটি সেক্স টেপ করেন বেনজেমা।

যা চলে যায় ব্ল্যাকমেইলারদের হাতে। এরপর ভালবুয়েনাকে ফাঁদে ফেলে বড় অঙ্কের টাকা চায় ব্ল্যাকমেইলাররা। আর তাদের সাথে সম্পর্ক আছে বেনজেমার। এ নিয়ে শুরু হয় তদন্ত। পাশাপাশি এ ঘটনায় জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয় তাকে। ২০১৫ সালের পর জাতীয় দলের জার্সি পড়ে মাঠে নামা হয়নি বেনজেমার। তবে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাবটির হয়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

Exit mobile version