Site icon Jamuna Television

জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন: রিজভী

জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশবাসী প্রধানমন্ত্রীর এই ভাষণ প্রত্যাখান করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। এসময় রিজভী বলেন, দেশে দুর্নীতি, দু:শাসন ও ভোটচুরির মহোৎসব চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যর্থ প্রধানমন্ত্রী জনগনের মুখোমুখি হতে ভয় পান।

তিনি বলেন, দেশে করোনা রোগীদের জন্য নূন্যতম চিকিৎসা নেই। অথচ সরকার করোনার টিকা নিয়ে টালবাহানা ও মিথ্যাচার করছে। এর মাধ্যমে জনগনকে অন্ধকারে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

Exit mobile version