Site icon Jamuna Television

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিয়োগ দেয়া হলো যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিয়োগ দেয়া হলো যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার মেরিক গারল্যান্ডকে নিয়োগ দেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

এসময় মার্কিন বিচার বিভাগের জন্য গারল্যান্ডকে সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে আখ্যা দেন বাইডেন। এরআগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আপিল কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মেরিক গারল্যান্ড।

৬৮ বছর বয়েসি গ্যারলান্ডকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব আটকে দেন রিপাবলিকান আইন প্রণেতারা।

Exit mobile version