Site icon Jamuna Television

সিডনি টেস্টে ২৪২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ভারত

সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে স্টিভ স্মিথের ব্যাটে ভর করে ৩৩৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়ার। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে দিন শেষ করে ভারত। অজিদের দেয়া ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৭০ রান যোগ করেন রোহিত শর্মা ও শুবমান গিল।

ব্যাক্তিগত ২৬ রানে রোহিত ফিরে গেলেও ১০১ বলে ৫০ রান নিয়ে অপরাজিত রয়েছেন গিল। এরআগে বৃষ্টি-বিঘ্নিত প্রথমদিন শেষে ২ উইকেটে ১৬৬ রান তুলে অস্ট্রেলিয়া। খেলা হয় ৫৫ ওভার। সেখান থেকে মার্নাস লাবুশেন করেন ৯১ রান।

তবে টেস্টে ক্যারিয়ারে ২৭তম শতক তুলে নেন স্টিভ স্মিথ। ব্যাক্তিগত ১৩১ রানে স্মিথের বিদায়ে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

Exit mobile version