Site icon Jamuna Television

প্রথম দফায় করোনা টেস্টে নেগেটিভ ফল পেয়েছে টাইগাররা

করোনাভাইরাস পরীক্ষার প্রথম দফায় উইন্ডিজ সিরিজের দলে থাকা সবার ফলাফল নেগেটিভ এসেছে। আগামীকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যসহ সিরিজের সাথে সংশ্লিষ্ট সকলের দ্বিতীয় দফায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। দুই দফায় করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসলেই বায়োবাবলে প্রবেশের অনুমতি পাবে খেলোয়াড় ও সিরিজ সংস্লিস্টরা। রোববার ১০ জানুয়ারি ওয়ানডে ও টেস্ট খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন ।

টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দল : মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী।

Exit mobile version