Site icon Jamuna Television

পুলিশের ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে

আইজিপি বেনজীর আহমেদ

পুলিশ বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে; কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাব এর বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। পুলিশকে বল প্রয়োগ করে নয়, আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে অপরাধীদের মোকাবেলা করার কথাও জানান তিনি।

বাহিনীর ভেতরে থাকা দুর্নীতিবাজ, মাদকসেবীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথাও জানান। এছাড়া করোনা পরিস্থিতিতে মাঠে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান র‍্যাব মহাপরিচালক। আগামীকাল সকালে ক্র্যাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Exit mobile version