Site icon Jamuna Television

অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় স্কুলছাত্রীর, পাওয়া যায়নি আঘাতের চিহ্ন

বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন ডিএমসির ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

এসময় তিনি আরো জানান, তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বয়স নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায়, তার শারীরিক গঠন, দাঁতের সংখ্যা ও ডিএনএ টেস্টের পরেই বয়স নির্ধারণ হবে বলে জানান তিনি।

এদিকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার দিহান সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দিহানের জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

তবে জবানবন্দির পর দিহানের রিমান্ড আবেদন করেনি পুলিশ। এর আগে আসামিকে কলাবাগান থানা থেকে সিএমএম আদালতে নেয়া হয়। এসময় সে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চাইলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে, ধর্ষণ ও হত্যার ঘটনায় শিক্ষার্থীর কথিত বন্ধু তানভীর ইফতেখার দিহানকে একমাত্র আসামি করে মামলা করেন নিহতের বাবা।

Exit mobile version